‘জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তি’ স্লোগান নিয়ে মানিকগঞ্জের সিংগাইর দুইদিনের বিজ্ঞান মেলা শুরু হয়েছে।
রোববার দুপুরে উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মানিকগঞ্জের ডিসি এসএম ফেরদৌস।
দুইদিনের মেলায় স্থানীয় কলেজ ও স্কুলের ১৫ টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের মডেল উপস্থাপন করেন। এতে পরিবেশ বান্ধব ইটভাটা, বহুতল কার পার্কিং, আমার গ্রাম আমার শহর, যানজটমুক্ত ট্রাফিক ব্যবস্থা ও অটো ফায়ার এলার্ম প্রদর্শিত হয়।
সিংগাইরের ইউএনও রাহেলা রহমত উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুর রহমান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
Please follow and like us: