প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে নিজের বিশেষ সহকারী করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার সচিব পদমর্যাদা ও আনুষঙ্গিক সুবিধাসহ এক বছরের চুক্তিতে নীলুফারকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে একবছর মেয়াদের সরকারের সচিব পদমর্যাদায় ও তৎসংশ্লিষ্ঠ আনুষঙ্গিক সুবিদাসহ প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিদ্দিক নিয়োগ প্রদান করা হলো।
এর আগে প্রধানমন্ত্রীর চারজন বিশেষ সহকারী কাজ করছিলেন। তারা হলেন ফেরদৌস আহমেদ খান, ব্যারিস্টার শাহ আলী ফরহাদ, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং মো. মশিউর রহমান হুমায়ুন।