জঙ্গি আস্তানা সন্দেহে সাভারের আশুলিয়ায় একটি বাড়ি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
সোমবার সন্ধ্যা থেকে আশুলিয়ার গোকুলনগর বাজার সংলগ্ন প্রবাসী আক্তার হোসেনের দুইতলা বাড়ি ঘিরে রাখে পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা। ওই বাড়িতে এখনো অভিযান চালানো হয়নি।
আশুলিয়ার থানার ওসি রেজাউল হক দিপু এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শীর্ষ এক জঙ্গি নেতা ওই বাড়িতে অবস্থান করছে বলে গোয়েন্দা তথ্যে জানা গেছে। তবে বাড়িতে কতজন রয়েছে তা এখনো জানা যায়নি।
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই বাড়িতে জঙ্গি সদস্য, বিস্ফোরক দ্রব্য ও গোলা বারুদ রয়েছে।
Please follow and like us: