বাইপাস সার্জারির ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সিঙ্গাপুরের উদ্দেশে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি ঢাকা ছাড়ছেন বলে জানান সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মো. আবু নাছের।
তিনি আরও জানান, ফলোআপ চিকিৎসা শেষে বুধবার (১৫ জানুয়ারি) রাত দশটায় তার দেশে ফেরার কথা রয়েছে।
এর আগে, ২০১৯ সালের ২০ মার্চ কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।
Please follow and like us: