নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজারে সোমবার রাতে অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ চৌধুরী রিপনকে (৩৩) অস্ত্র, গুলি এবং ইয়াবাসহ আটক করেছে র্যাব।
মঙ্গলবার সকালে তাকে আত্রাই থানায় সোর্পদ করে এই ঘটনায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক ২টি মামলা দায়ের করেছে র্যাব। পরে পুলিশ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।
আটক রিপন আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দীন জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। এ সময় আটক রিপনের শরীর তল্লাশি করে বিদেশি ১টি রিভলবার, ২ রাউন্ড গুলি এবং ২ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
Please follow and like us: