ব্রাহ্মণবাড়িয়ায় এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের বাইপাস পুনিয়াউট এলাকায় আনসার ক্যাম্পের পাশে একটি বালির মাঠ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ জানায়, স্থানীয়রা মাঠে শিশুটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। পরে বালির মাঠ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে- গত সোমবার জন্ম হওয়ার পর রাতের কোনো এক সময় তাকে ফেলে দেওয়া হয়েছে। শিশুটিকে একটি কাপড় দিয়ে মুড়িয়ে বালির মাঠে ফেলে রাখা হয়। কনকনে শীতে নবজাতকের শিশুটি কুয়াশা ভেজা ছিল।
শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন জানান, শিশুটি হাসপাতালের শিশু বিভাগে আছে। বিশেষজ্ঞ চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরীক্ষার পর জানাবেন শারীরিক অবস্থা কেমন আছে।