সরকারি বিদ্যুৎ কোম্পানিতে চাকরি, নানা ভাতাসহ মূল বেতন ১ লাখ ৪৯ হাজার

 

রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং) পদে চুক্তিভিত্তিক কর্মকর্তা নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা সরাসরি আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ইঞ্জিনিয়ারিং)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অন্তত বিএসসি ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং পদ্ধতিতে পাসের ক্ষেত্রে জিপিএ ৫-এর স্কেলে ৩ ও সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। বড় কোনো পাওয়ার ইউটিলিটিসে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা এর উচ্চ পদে অন্তত ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে সিনিয়র ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর এবং কোনো পাওয়ার প্ল্যান্টে পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট/প্ল্যানিং অ্যান্ড ডিজাইন/অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্সে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। টিকিউএম, টিপিএম ও করপোরেট গভর্ন্যান্সে দক্ষ হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ২৫ এপ্রিল ২০২৪ তারিখে সর্বোচ্চ ৬০ বছর
বেতন: মাসিক মূল বেতন ১,৪৯,০০০ টাকা
সুযোগ-সুবিধা: মূল বেতনের সঙ্গে বাসাভাড়া, স্বাস্থ্য ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিট, টেলিফোন ও পরিবহন সুবিধাসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সনদ এবং কভার লেটারসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত ডাকযোগে, কুরিয়ার বা সরাসরি পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ম্যানেজিং ডিরেক্টর, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ইউনিক ট্রেড সেন্টার (লেভেল–৪), ৮, পান্থপথ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।

আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৪।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • রবিবার (সন্ধ্যা ৭:৩২)
  • ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৪ঠা জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com