পটুয়াখালীতে বাড়ছে মালচিং পেপার পদ্ধতিতে কাঁচা মরিচ চাষ

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, নিজেদের অস্তিত্ব নেই বলেই বিএনপি ও তাদের দোসররা আজ বিদেশিদের কাছে ধরনা দিচ্ছে। একাত্তরের পরাজিত শক্তি ও ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যার ঘটনায় বেনিফিশিয়ারিদের আঁতাতে তারা এখন নতুন স্বপ্নে বিভোর।

মঙ্গলবার (১৫ আগস্ট) চাঁদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশ্ব মানবতা ও শান্তির অগ্রদূত হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু ছিলেন ডায়নামিক ও ক্যারিশমেটিক গ্রেট লিডার। বঙ্গবন্ধুর অসীম সাহসী নেতৃত্ব তখনকার সময়ে বিশ্বমঞ্চে আলোচিত ছিল।

সুজিত রায় নন্দী বলেন, প্রকৃতপক্ষে বঙ্গবন্ধু আমাদের অনুভূতি ও অন্তরাত্মায় মিশে আছেন। শেখ মুজিব মানেই বাংলাদেশ। জাতির পিতার প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা অশেষ। শেখ মুজিব মানেই বাংলার মুক্ত আকাশ। শেখ মুজিব মানেই বাঙালির অবিরাম মুক্তির সংগ্রাম। শেখ মুজিব মানেই বাঙালি জাতির অস্তিত্ব। শেখ মুজিব মানেই বাঙালির ঠিকানা। শেখ মুজিব মানেই বাঙালি জাতির আশ্রয়-ভরসা। শেখ মুজিব মানেই বাঙালির আদর্শ। শেখ মুজিব মানেই ঝড়-ঝঞ্ঝার মাঝে মাথা উঁচু করে বাঙালির সঠিক পথে চলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এ দেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটোয়ারী দুলাল, সহ-সভাপতি আব্দুর রশীদ সরদার, ইঞ্জিনিয়ার আব্দুর রব ভুঁইয়া, সন্তুস কুমার দাস, মুঞ্জরুল আলম মঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আখন, অ্যাডভোকেট জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহআলম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক এসএম জয়নাল আবেদীন, অ্যাডভোকেট দেবাশীষ কর মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (বিকাল ৫:০১)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com