শোক দিবসে বিনামূল্যে বিশেষজ্ঞ সেবা পেলেন ২৭৬৮ জন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন, সার্জারি  ও ডেন্টাল অনুষদের বিভাগসমূহের অধীনের ২ হাজার ৭৬৮ জন রোগীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

একইসঙ্গে বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের বিভাগগুলোর উদ্যোগে রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবাও প্রদান করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ নিজেও চক্ষু বিজ্ঞান বিভাগে রোগী দেখেছেন।

মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিএসএমএমইউয়ের বহির্বিভাগে এসব বিশেষজ্ঞ সেবা দেওয়া হয়।

বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে বহির্বিভাগ ১-এ মেডিসিন ও ডেন্টাল অনুষদের বিভাগসমূহে ১৯০৭ জন এবং বহির্বিভাগ ২-এ সার্জারি অনুষদের বিভাগসমূহে ৮৬১ জনসহ মোট ২ হাজার ৭৬৮ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

জানা গেছে, বহির্বিভাগে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা আর বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও দিবসটি উপলক্ষ্যে কিডনি প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি, ইআরসিপি সেবা, বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ ছাড়াও স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে ব্লাড গ্রুপিংয়ের আয়োজন ছিল। এসব কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এর আগে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে কিডনি প্রতিস্থাপন, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি, ইআরসিপি চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য।

এ সময় কিডনি প্রতিস্থাপন টিমে নেতৃত্ব দেন দেশের প্রখ্যাত রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জন অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল। এরপর বি-ব্লকের শহীদ ডা. মিল্টন হলে বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।

সবশেষে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আজিজুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. ম. শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৩৫)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com