পাঁচ মাসে হাফেজ ১০ বছরের তাসিন, এলাকায় আলোড়ন

তকি ওসমানি তাসিন। বয়স ১০ বছর। সবাইকে তাক লাগিয়ে মাত্র পাঁচ মাসে ৩০ পারা কোরআনের হাফেজ হয়েছে খুদে তাসিন। এ ঘটনায় এলাকাজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে।

তাসিনের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে। তার বাবা বাবুল মাস্টার। তাসিন গোপালপুর দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কোরআন হিফজ শেষ করলে ওই দিন তাসিনের সমাপনী সবক শুনেন মাদরাসার মোহতামিম হাফেজ জুবায়ের আহমেদ।

হাফেজ তাসিনের বাবা বাবুল মাস্টার বলেন, ‘অল্প বয়স থেকেই আরবি শেখার প্রতি বেশ আগ্রহ ছিল তাসিনের। এটা দেখে তার জন্য আরবি শিক্ষার বই কিনে দেই। পরে স্থানীয় মাদরাসায় ভর্তি করিয়ে দেই। ভর্তির পাঁচ মাসের মধ্যেই আমার ছেলে কোরআনের হাফেজ হয়েছে।’

তাসিনের মামা হাফেজ ওমর ফারুক বলেন, ‘মাত্র পাঁচ মাসে কোরআনে হাফেজ হয়েছে তাসিন। আমাদের আশা; সে একদিন বড় আলেম হবে।’

নানা মাওলানা আব্দুল করিম তাসিনের সুন্দর ভবিষ্যতের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গোপালপুর দারুল কোরআন মাদরাসার হিফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ বলেন, ‘অল্প বয়সে শিশু তাসিন কোরআনের হাফেজ হওয়ায় আমরা গর্ববোধ করছি। তার এমন প্রতিভায় আমরা মুগ্ধ। তাসিনের কোরআনের পড়া শুনতে আশপাশের লোকজন আসছেন।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন