‘অল আইটি বিডি (ALL IT BD)’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত অল ইনফরমেশন টেকনোলজি লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।
অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা ‘অল আইটি বিডি’ ক্রমবর্ধমান ব্যাবসায়িক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ক্লায়েন্টদেরকে আরও উন্নত সার্ভিস দেয়ার লক্ষে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত গ্রহন করেছি।
ক্র:নং | পদের নাম | পদ সংখ্যা | অভিজ্ঞতা | বেতন |
১ | গ্রাফিক্স ডিজাইনার | ২ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
২ | অ্যাডমিন সাপোর্টার | ৩ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
৩ | সোস্যাল মিডিয়া মার্কেটার | ২ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
৪ | এ্যাফিলিয়েট মার্কেটার | ৩ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
৫ | সিপিএ মার্কেটার | ৫ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
৬ | ডিজিটাল মার্কেটার | ৫ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
৭ | এসইও এক্সর্পাট | ৫ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
৮ | ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপার | ২ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
৯ | ওয়েব ডিজাইনার | ১ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১০ | ওয়েব ডেভেলপার | ৩ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১১ | অ্যাপস্ ডেভেলপার | ৫ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১২ | অটোক্যাড (2D & 3D) | ৩ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১৩ | থ্রিডি স্টুডিও ম্যাক্স এন্ড অ্যানিমেশন | ২ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১৪ | ইউটিউব মার্কেটিং এন্ড অ্যাডসেন্স | ৩ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১৫ | ভিডিও এডিটিং | ৫ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১৬ | মার্কেটিং অফিসার | ৩ জন | কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে | আলোচনা সাপেক্ষে |
১৭ | ইংলিশ এক্সর্পাট | ৫ জন | শোনা, বলা, পড়া ও লেখার বাস্তব জ্ঞান থাকতে হবে। | আলোচনা সাপেক্ষে |
আবেদন করার জন্য এই ফরমটি পূরণ করুনঃ https://docs.google.com/forms/d/1Sb-qqOe_aYR_Ds4DbWK7mJMOGYqxn4TELHru_0sEjoE
শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য। প্রথম ২মাস ইন্টার্নশীপ, এরপর দক্ষতার উপর ভিত্তি করে স্থায়ী নিয়োগ দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ ৩১ আগষ্ট ২০১৯ ইং। ০২ সেপ্টেম্বর ২০১৯ ইং তারিখে ফিরতে মেইল দিয়ে দেখা করার তারিখ জানিয়ে দেওয়া হবে (team@allitbd.com এই মেইল থেকে যারা মেইল পাবেন শুধু তারাই দেখা করতে পারবেন)।
বি:দ্র: অল আইটি বিডি থেকে প্রশিক্ষণ নিয়েছেন এমন ব্যক্তিদের অগ্রাধিকার।
যোগাযোগের ঠিকানা: ‘অল আইটি বিডি’, জিএস ভবন (১ম, ২য়, ৫ম ও ৬ষ্ঠ তলা), আলতাফুন্নেসা খেলার মাঠের পশ্চিমে, শেরপুর রোড, সাতমাথা, বগুড়া।
ওয়েব সাইট: www.allitbd.com
ই-মেইল: team@allitbd.com
ফেসবুক পেজ: https://facebook.com/allitbd
ফেসবুক গ্রুপ: https://facebook.com/groups/allitbd
গুগল ম্যাপ: https://goo.gl/maps/gKTgxCZR53FbMjFD9