মিয়া খলিফার নতুন ভিডিও ভাইরাল

পর্নো দুনিয়াকে বিদায় জানিয়েছেন বেশ কয়েক বছর। তাও নীল ছবির জগতে তার নাম যে এখনও জ্বলজ্বল করে, তা বেশ স্পষ্ট। এবার সেই নীল তারকা মিয়া খলিফার একটি ভিডিও ভাইরাল হল স্যোশাল নেটওয়ার্কিং সাইটে।

ভিডিও দেখা যাচ্ছে, খাবার টেবিলে বসে রয়েছেন মিয়া। বন্ধুদের সঙ্গেই একটি রেস্তোরাঁয় বসে রয়েছেন তিনি। সেখানে মাছ খেতে গিয়ে আচমকাই চিংড়ি মাছ থেকে সস ছিটে গিয়ে তার চোখে লাগে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন তিনি। যদিও মাছ খেতে গিয়ে মিয়ার ওই কীর্তি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

সালমান খানের শো বিগ বস দিয়েই নাকি বলিউডে পা রাখবেন মিয়া খলিফা। সম্প্রতি এমন গুঞ্জন শুরু হয় বিভিন্ন মহলে। কিন্তু শেষ পর্যন্ত সালমান খানের শোতে হাজির হবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন সাবেক এই পর্নো তারকা।

প্রসঙ্গত, বিগ বসের গরে হাজির হয়েই বলিউডে পা রাখেন সানি লিওন। বসের ঘর থেকে বেরনোর পর সানিকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে স্প্লিস্টস ভিলা নামে একটি জনপ্রিয় রিয়েলিটি শোয়ের সঞ্চালক হিসেবেও দেখা যাচ্ছে সানিকে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন