‘ইউরোপের রাস্তা’ মন্তব্যে অটল থাকতে চান রিয়াজ

চট্টগ্রামের গত সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচারণায় যান বিনোদন জগতের একঝাঁক তারকা। সেই দলে ছিলেন চিত্রনায়ক রিয়াজও। সেসময় খোলা ট্রাকে করে চলে নৌকার প্রচারণা।

সেখানে একপর্যায়ে রিয়াজ বলেন, ‘সরকার চট্টগ্রামবাসীর জন্য দুহাত ভরে দিয়েছে, যার প্রমাণ আমরা দেখেছি আসার পথে, চট্টগ্রামের যে রাস্তা দিয়ে আমরা এসেছি, বাংলাদেশের রাস্তা মনে হয়নি, মনে হয়েছে ইউরোপের রাস্তা।’

ব্যস, এরপর থেকেই চট্টগ্রাম অঞ্চলে জলাবদ্ধতা দেখা দিলেই ভেসে ওঠে রিয়াজের নাম। স্বভাবতই সেটা প্রশংসায় নয়, বরং ঠাট্টা-মশকরায়। যেমন, ‘নায়ক রিয়াজের তেলে, চট্টগ্রাম ডুবল জলে’ কিংবা দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটায়ার সাইটের ভাষায়, ‘সারা বছর সমুদ্রের কাছে যান কেউ কিছু মনে করবে না, কিন্তু সমুদ্র একদিন আপনার কাছে আসলে সবাই বন্যা বন্যা বলে চেঁচামেচি করবে, নায়ক রিয়াজের সমালোচনা করবে।’

এত এত সমালোচনা, ফেসবুক ট্রল, মিম নজর এড়ায়নি রিয়াজের। তিনি বলেন, ‘চট্টগ্রামবাসীর দুর্ভোগ শুরু হলেই আমাকে নিয়ে ট্রল শুরু হয়। কিন্তু যারা ট্রল করছেন তারাই দেখবেন, ট্রল শেষে প্লাস্টিকের প্যাকেটটি রাস্তায় ছুড়ে ফেলছেন, পানি কিংবা কোমল পানীয়র বোতল যেখানে সেখানে ফেলছেন। আমাকে কটাক্ষ না করে এই দায়িত্বগুলো যদি তারা সঠিকভাবে পালন করতেন তাহলেও তো এই সমস্যার অনেকটা সমাধান হতো।’

সমালোচনা সত্ত্বেও নিজের সেই মন্তব্য তুলে না নিয়ে বরং অটল থাকতে চান এই নায়ক। তার কথায়, ‘আমি কখনো আমার মন্তব্য তুলে নেব না। বরং আবারও মন্তব্যটি করতে চাই। কেননা, আমি একজন ইতিবাচক মানুষ। আমার সামনে একটি গ্লাসে অর্ধেক পানি রাখলে বলব না, গ্লাসটি অর্ধেক খালি। আমি বলব, গ্লাসটি অর্ধেক ভরা। যাতে করে সবার ভেতর ইতিবাচক মনোভাব জাগে।’‘ইউরোপের রাস্তা’ মন্তব্যে সমালোচনা গায়ে না মাখলেও, জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর দুর্ভোগ রিয়াজকে ব্যথিত করে। তার প্রত্যাশা, চট্টগ্রাম নগর পিতাসহ নগর রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা আছেন তারা জলাবদ্ধতার নির্দিষ্ট কারণ খুঁজে বের করবেন। এবং যত দ্রুত সম্ভব এ সমস্যার সমাধানে এগিয়ে আসবেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:১৯)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com