বন্ধু থেকে শত্রু হলেন অনন্ত জলিল ও তায়েব!

বলিউডের বিখ্যাত সিনেমা ‘শোলে’র অনুকরণে ঢালিউডে নির্মিত হয় ‘দোস্ত দুশমন’। দেওয়ান নজরুলের পরিচালনায় ছবিটি মুক্তি পায় ১৯৭৭ সালে। এতে দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেন ওয়াসিম ও সোহেল রানা। বন্ধু থেকে শত্রু বনে যাওয়ার গল্পটি সেসময় দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছিল।

এবার ৪৬ বছর পর একই নামে ঢালিউডে তৈরি হতে যাচ্ছে আরেকটি সিনেমা। যেখানে প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়ক অনন্ত জলিল ও ডি এ তায়েব। এখানেও দুই বন্ধুর গল্প দেখানো হবে। দোস্ত থেকে তাদের দুশমন হয়ে যাওয়ার গল্প। তবে ডি এ তায়েব জানালেন, আগের ‘দোস্ত দুশমন’র সঙ্গে এর কোনো মিল নেই। এটি সম্পূর্ণ আলাদা গল্প।জানা গেছে, নতুন ‘দোস্ত দুশমন’ ছবিতে অনন্ত ও তায়েবকে ঢাকা শহরের দুই ক্যাডার হিসেবে দেখা যাবে। একজন শহরের উত্তর অংশ নিয়ন্ত্রণ করে, আরেকজন দক্ষিণ অংশ। কেউ কাউকে সহ্য করতে পারে না। সীমানা নিয়ে, চাঁদা নিয়ে তাদের মধ্যে সারাক্ষণ মারামারি লেগেই থাকে। তাদের দেখে বোঝার উপায়ই নেই, একসময় তারা ছিল খুবই ভালো বন্ধু। বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে রাজনীতি করত। ভার্সিটিতে ভর্তির সময় একটি মেয়েকে ওরা নানাভাবে সহযোগিতা করে। ইয়ার লস দিতে দিতে একসময় তারা মেয়েটির ক্লাসমেট হয়ে যায়। এ মেয়ের চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা বর্ষা।ছবির গল্প সম্পর্কে অভিনেতা ডি এ তায়েব বলেন, ‘নায়িকার প্রতি দুজনই দুর্বল। কিন্তু নায়িকা কাউকেই ভালোবাসে না। নিজেদের মধ্যে সন্দেহ তীব্র হতে হতে ওদের মধ্যে দূরত্ব বাড়ে। মারামারি করে, জেল হয়। পাঁচ বছর পর জেল থেকে বেরিয়ে ওরা অপরাধজগতের সঙ্গে জড়িয়ে পড়ে। দুজন পৃথক দুই দলের হয়ে নিজেদের মধ্যে প্রতিযোগিতায় লিপ্ত হয়।’

গত সোমবার (২১ আগস্ট) রাতে অ্যাকশন-রোমান্টিক ঘরানার ‘দোস্ত দুশমন’ সিনেমার ঘোষণা দিয়েছেন ডি এ তায়েব। তিনি জানান, এ সিনেমায় দুই গডফাদারের চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর ও মাহমুদুল ইসলাম মিঠু। গল্পে অনন্ত ও তায়েব মূলত তাদের হয়েই কাজ করবেন। আর বর্ষাকে দেখা যাবে পুলিশ কর্মকর্তার চরিত্রে।

ডি এ তায়েব বলেন, ‘এখন চিত্রনাট্যের কাজ চলছে। এরপর শুটিংয়ের তারিখ ঠিক করা হবে। তবে সিনেমাটি কে পরিচালনা করছেন, সেটা এখনই জানাচ্ছি না। এটা নিয়ে মিটিং চলছে। কয়েক দিন পর সবাইকে বিস্তারিত জানাব।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৪২)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com