টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন‌্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবা লারবি।

বুধবার সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়াদি বিশেষ করে টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশ ও আলজেরিয়া বন্ধুপ্রতীম দুটি দেশের মধ‌্যে বিদ‌্যমান চমৎকার সম্পর্ক তুলে ধরেন। তিনি বলেন, ‘টেলিযোগাযোগ খাতের বিকাশে বাংলাদেশ আশানুরূপ অগ্রগতি অর্জনের মাইলফলক স্পর্শ করেছে।’

মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ১৯৭৩ সালে আইটিইউ’র সদস‌্যপদ অর্জনের মাধ‌্যমে বৈশ্বিক টেলিযোগাযোগ ক্ষেত্রে বাংলাদেশের সম্পর্কের স্বর্ণালী দ্বার উন্মোচিত হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে আঠার বছরের শাসনামলে ইন্টারনেটসহ টেলিযোগাযোগখাত তথা ডিজিটাল প্রযুক্তি খাতে অভাবনীয় সফলতা অর্জিত হয়েছে।’

২০১৯ সালে জেনেভায় ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) সম্মেলনের চেয়ারম‌্যান মোস্তাফা জব্বার, ডিজিটাল প্রযুক্তি বিকাশে ফাইভ-জি প্রযুক্তিসহ গৃহীত বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, ‘সরকারের বিনিয়োগ বান্ধব নীতির ফলে বাংলাদেশ বিনিযোগের জন‌্য অত‌্যন্ত লাভজনক একটি দেশ।’

বিনিয়োগের এই সুযোগ কাজে লাগাতে ডিজিটাল প্রযুক্তিখাত অত‌্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ‌্যকার বিদ‌্যমান সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে মন্ত্রী আশাবাদ ব‌্যক্ত করেন।’

রাষ্ট্রদূত টেলিযোগাযোগসহ বিভিন্ন খাতে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন। তিনি দুদেশের মধ‌্যে টেলিযোগাযোগ খাতের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ‌্যমে এখাতের অগ্রগতিতে দুই দেশই উপকৃত হবে বলে আশাবাদ ব‌্যক্ত করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (রাত ১২:৪১)
  • ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com