ব্রাহ্মণবাড়িয়ায় ঝড়ে ২২ ঘর বিধ্বস্ত, নারী নিহত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাঙ্গাল গ্রামে রবিবার (৩১ মার্চ) সকালে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে অন্তত ২২টি ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় বেশ কিছু গাছপালা ও চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে যায়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এদিকে জেলার নাসিরনগর উপজেলা বুড়িশর ইউনিয়নের শ্রীঘর এলাকায় শনিবার বিকেলে জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আপন বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন।

আপন বেগম ওই এলাকার মো. মাহফুজ মিয়ার স্ত্রী।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহাগ রানা ও বুড়িশর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বজ্রপাতে ওই নারী আহত হলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের বরাত দিয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ ওমর ফারুক কালবৈশাখী ঝড় বিষয়ে জানান, সকালের ঝড়ে অনেক বাড়িঘর ভেঙে যায়।

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে গাছ পড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে গেলে এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে।
সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সেলিম শেখ বলেন, ‘ঝড়ে যে ২২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রত্যেককে নগদ অর্থ ও ঢেউটিন দেওয়া হবে। ইতিমধ্যেই ওই এলাকায় বিকল্প ব্যবস্থা বিদ্যুত চালু করা হয়েছে।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (রাত ২:৪০)
  • ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com