হায়দরাবাদের ২৭৭-এর ৬ দিন পর কলকাতার ২৭২

গত ২৭ মার্চ আইপিএলের রেকর্ড ২৭৭ রানের স্কোর গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। সপ্তাহখানেক পর সেটি ভাঙার খুব কাছে গিয়ে থামল কলকাতা নাইট রাইডার্স। বিশাখাপট্টনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ ওভারে ৭ উইকেটে কলকাতা তুলেছে ২৭২ রান। আইপিএলের ইতিহাসে এখন এটিই দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে এটি এখন সপ্তম সর্বোচ্চ স্কোর।

ওপেনিংয়ে আসা সুনীল নারাইন করেছেন ৩৯ বলে ক্যারিয়ার-সর্বোচ্চ ৮৫ রান। ১৩তম ওভারে নারাইন থামার পরও কলকাতার ঝড় থামেনি। অভিষেক রঘুবংশির ২৭ বলে ৫৪ রানের সঙ্গে আন্দ্রে রাসেলের ১৯ বলে ৪১ ও রিংকু সিংয়ের ৮ বলে ২৬ রানের ইনিংসে নিজেদের সর্বোচ্চ স্কোর গড়ে কলকাতা। ইনিংসে কেকেআরের ব্যাটসম্যানরা সব মিলিয়ে ১৮টি ছয় মেরেছেন।
অবশ্য হায়দরাবাদের রেকর্ড শেষ ওভারেও ভালোভাবেই নাগালে ছিল কলকাতার। ২৬৪ রানে সে ওভার শুরু করেছিল কলকাতা। কিন্তু ইশান্ত শর্মা প্রথম ৩ বলের মধ্যে রাসেল ও রমনদিপ সিংকে ফেরান, ওভারে দেন মাত্র ৮ রান।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (রাত ১১:১৯)
  • ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ই জিলকদ, ১৪৪৫ হিজরি
  • ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com