রাঙামাটিতে পানিতে তলিয়ে গেছে বসতঘর-আবাদি জমি

রাঙামাটিতে গত বুধবার থেকে শুরু হয়ে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে বাঘাইছড়ি উপজেলার বেশ কিছু ইউনিয়ন ও পৌর এলাকা পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকাল পর্যন্ত খবর নিয়ে জানা যায়, উপজেলার বঙ্গলতলী, বাঘাইছড়ি, রূপকারী, মারিশ্যা, আমতলী ও খেদারমারা ইউনিয়নসহ বাঘাইছড়ি পৌরসভার ১,২,৪, ৬ ও ৭নং ওয়ার্ডের নিচু অঞ্চলের বসতবাড়ি, আবাদি জমি ও রাস্তা পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে জনজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে।

বাঘাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম বলেন, আমাদের পূর্ব লাইল্যাঘোনা এলাকাটি ভৌগোলিকভাবে নিচু এলাকা যার ফলে দ্রুত কাচালং নদীর পানি বাড়ি-ঘরে ঢুকে যায়। আমরা ইতোমধ্যে সবাইকে নিরাপদে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার জানান, উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। আমরা প্রতিটা ইউনিয়ন ও ওয়ার্ডে খোঁজ খবর রাখছি। ইতোমধ্যে ৪৬টির আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং এতে প্রায় শতাধিক পরিবার বর্তমানে আশ্রয় নিয়েছে।

তিনি আরও জানান, উপজেলা প্রশাসন, পুলিশ, বিজবি, সেনাবাহিনী দুর্যোগ মোকাবেলায় এক সঙ্গে কাজ করে যাচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:৫৮)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com