টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি করলেন ক্রিস গেইল

টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি করলেন ক্রিস গেইল। ৬২ বলে ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে এনে দিলেন বিশাল সংগ্রহ। কিন্তু সেটিও যথেষ্ট হতে পারেনি জয়ের জন্য। তাই সেঞ্চুরি করে হারের কষ্ট নিয়ে মাঠ ছাড়তে হলে ক্যারিবীয় দানবকে।

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে মঙ্গলবার জ্যামাইকা তালাওয়াশ বনাম সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের খেলায় আগে ব্যাট করে ক্রিস গেইলের দল জ্যামাইকা তোলে ৪ উইকেটে ২৪১ রান। ইনিংস ওপেন করতে নেমে এক প্রান্তে ব্যাট হাতে ঝড় তোলেন গেইল। ৬২ বলে ১০ ছক্কা আর ৭টি চারে দারুণ এক ইনিংস খেলেন। তবে দলের স্কোর বড় করতে ভুমিকা রেখেছেন তিন নম্বরে নামা শ্যাডউইক ওয়ালটন। তিনি বরং গেইলের চেয়েও বেশি আগ্রাসী ছিলেন। ওয়ালটন ৩৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন।

তবে ২৪১ রানের পাহাড় সেন্ট কিটস এন্ড নেভিস টপকে গেছে টপ অর্ডারের সম্মিলিত প্রচেষ্টায়। বিশেষ করে ওপেনার এভিন লুইস রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন মাঠে। ‍দুই ওপেনারের হাফ সেঞ্চুরিই মূলত দলটিকে জয়ের পথে চলতে সাহায্য করেছে। ডেভন থমাস ৪০ বলে ৭১ ও এভিল লুইসের মাত্র ১৮ বলে ৫৩ রানের ইনিংস দিশেহারা করে দেয় জ্যামাইকার বোলারদের।

এরপর লরি ইভান্স(৪১), ফ্যাবিয়ান অ্যালেন(৩৭) ও সামরাহ ব্রুকস(২৭) বাকি কাজটুকু শেষ করেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শুক্রবার (সন্ধ্যা ৭:২৪)
  • ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com