ভারতে চিকিৎসা নিতে গিয়ে বোনের বাড়িতে বাংলাদেশি নারীর মৃত্যু

বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা নিতে গিয়ে বোনের বাড়িতে এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার ভোরের দিকে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ডোমকলের বাগডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, গত ২ অক্টোবর বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে যান জাহানারা খাতুন নামে ৪২ বছর বয়সী এক নারী। তার বাড়ি বাংলাদেশের কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানার খামিরদিয়া এলাকায়।
স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর চেকআপের তারিখ দেওয়ার কারণে ওই মধ্যবয়সী নারী তার বোন চান্দু বিবির বাড়িতে থেকে যান।

মঙ্গলবার দিবাগত গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। ইতোমধ্যেই তার অসুস্থতা এবং মৃত্যুর খবর জানানো হয়েছে বাংলাদেশের বাড়িতে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে। এই খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল থানার পুলিশ এবং পরে লাশটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

মৃত বোনের ছেলে হুমায়ুন কবির জানান, ১০ দিন আগে স্থানীয় জিডি হাসপাতালে চিকিৎসার পর আমরা খালাকে বাড়িতে নিয়ে আসি। গতকাল রাতে হঠাৎ করে খালার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর নিস্তেজ হয়ে পড়ে। তারপর হাসপাতালে নিয়ে আসার পর তিনি মারা যায়।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com