আমি কখনো হারিনি : শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী এ কে এম শামীম ওসমান বলেছেন, ‘আমি পাঁচটি নির্বাচন করেছি। ২০০১ সালেও আমি জয়ী হয়েছিলাম। সেই রেজাল্ট বদলে বিএনপিকে পাস করানো হয়। আমি কখনো হারিনি।

সকল নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন কঠিন। তবে আমি গ্যারান্টি দিয়ে বলছি, ফ্রি ফেয়ার ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে।’
আজ বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় রাইফেল ক্লাবে এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, ‘কিছুক্ষণ আগে আমাদের পার্টির সাধারণ সম্পাদক বলেছেন ৪ তারিখ দুপুর আড়াইটায় শামসুজ্জোহা স্টেডিয়ামে জাতির পিতার কন্যা আসবেন এবং বক্তব্য দেবেন।

সারা দেশে নির্বাচনী প্রচারণার শেষ সমাবেশ ঢাকায় না করে আমাদের এখানে করবেন। আমাদের যেভাবে তিনি মূল্যায়ন করেছেন তাতে আমরা গর্ববোধ করছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর চেষ্টা হচ্ছে। একটা লোক গাছ লাগায়, মানুষ ফল খায়।

আমরা গাছ লাগাব, মানুষ যেন একটু কষ্ট করে ফলটা খায়। আমি আমার নির্বাচনী প্রচারণায় সবাইকেই চাই।’
আমার এলাকায় আর তেমন কাজ নেই উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে বলব সবাই যেন ৪ তারিখের সমাবেশে আসেন। স্মরণকালের বৃহত্তর সমাবেশ আমরা নারায়ণগঞ্জে করতে পারব ইনশাআল্লাহ।’

তিনি বলেন, ‘সারা দেশেই নির্বাচনের পরিস্থিতি ভালো।

আমরা একটি অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। তারা ৭১ সালেও ছিল। সেই রাজাকার আলবদরের সাথে আরেকটি দল যুক্ত হয়েছে। আমি ওদের সন্ত্রাসী দল বলি। তাদের সাথে আরো কিছু সুশীল আছে। আমি এর আগে পাঁচটি নির্বাচন করেছি। এবার সবচেয়ে বেশি উৎসাহ দেখেছি।’
সাংবাদিকদের আরেকটি প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জাতির পিতার কন্যা এ সিটটি খালি রেখেছেন সেলিম ওসমান বা শামীম ওসমানের জন্য না। এটা রেখেছেন আমার বাবা, দাদা, আমার বড় ভাই এখান থেকে অতীতে নির্বাচন করেছেন। তাদের প্রতি ভালোবাসা থেকেই এ সিটটি খালি রাখা হয়েছে বলে আমি মনে করি। আমার বড় ভাই সেলিম ওসমানকেও তিনি পছন্দ করেন।’

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৯:১০)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com