‘দেশের মানুষের কল্যাণে পিছপা হননি প্রধানমন্ত্রী’

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, দেশদ্রোহীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যাচেষ্টা করেছে। তবুও দেশের মানুষের কল্যাণে পিছপা হননি প্রধানমন্ত্রী। তিনি এ দেশের দুঃখী মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত রয়েছেন। তার সরকার বয়স্ক ভাতা, মাতৃত্বকালীন ভাতা, বিধবা ভাতাসহ গর্ভবতীদের ভাতা দিচ্ছে। এছাড়া অবহেলিত দিনাজপুরে ১১ বছরে প্রায় ১০ হাজার কোটি টাকার উন্নয়ন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার।

শনিবার সকালে দিনাজপুরের সদর উপজেলা পরিষদের হলরুমে ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সচেতনতামুলক প্রশিক্ষণের উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এরইমধ্যে সরকারের নানা উদ্যোগে জেলার সাড়ে তিন হাজার বেকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। এছাড়া পুরুষের পাশাপাশি নারীরাও এগিয়ে যাচ্ছে।

হুইপ আরো বলেন, আগামী ১০০ বছরের ডেল্টা প্ল্যান তৈরি করা হয়েছে। সেই প্ল্যান অনুযায়ী প্রত্যেক গ্রামকে শহরের সুবিধা দেয়া হবে।

দিনাজপুর সদরের ইউএনও মো. ফিরুজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক ডা. মোঃ আবু নছর নুরুল ইসলাম চৌধুরী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান কিশোর কুমার রায়, নারী ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাজু, দিনাজপুর মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মুর্শেদ আলী খানু প্রমুখ।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৬:০৩)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com