আশুলিয়ায় নিটিং ফ্যাক্টরিতে আগুন, ৭ কোটি টাকার ক্ষতি!

সাভারের আশুলিয়ায় একটি নিটিং ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার জিরাবো বাগানবাড়ি এলাকায় এক্স এস ফাস্ট নিটিং নামের ওই ফ্যাক্টরিতে সূত্রপাত হয়। এতে প্রায় ৭ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরিটির মালিকপক্ষ থেকে দাবি করা হয়েছে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোররাতে জিরাবো বাগানবাড়ি এলাকার এক্স এস ফাস্ট নিটিং ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে নিটিং ফ্যাক্টরির যন্ত্রপাতি ও প্রস্তুত করা ফেব্রিক পুড়ে গেছে।

ফ্যাক্টরির কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মিটিং ফ্যাক্টরির শ্রমিক মকবুল সঙ্গে কথা বলে জানা গেছে, ফ্যাক্টরির পূর্বদিক থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয় পরে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পড়ে কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ ফ্যাক্টরিতে আগুন ধরে যায়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ভোর পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আমাদের ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও সাভার থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে বলে জানান এই কর্মকর্তা।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন