পদ্মায় ট্রলারডুবি: এখনো নিখোঁজ ৪ শ্রমিক

রাজবাড়ীতে পদ্মায় পাথর বোঝাই ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ চার শ্রমিকের সন্ধান এখনো মেলেনি।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিখোঁজ শ্রমিকরা হলেন- নূরুজ্জামান (৪০), ফারুখ (৪০), আব্দুল (৪৩) ও আলামিন শেখ (৪৫)। তাদের বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুর রহমান জানান, গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) ট্রলারটি পাবনার কাজীরহাট থেকে পাথর নিয়ে রাজবাড়ীর গোদার বাজার ঘাটে যাচ্ছিলো। ওইদিন দুপুরে প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। ট্রলারটিতে ১০ জন শ্রমিক ছিলেন। তাদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠলেও চারজন নদীতে ডুবে নিখোঁজ হন।

খবর পেয়ে রাজবাড়ীর গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও পাটুরিয়া থেকে ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। তবে আজ শনিবার সকাল পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন