টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্লা এলাকায় এ ঘটনা ঘটে।

ভোরের দিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কিছুটা যানজট থাকায় ওই ব্যাক্তি গাড়ি থেকে নেমে ট্রেন লাইন দিয়ে হাঁটাহাঁটি করছিলেন। এসময় ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ওই ব্যক্তিকে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। নাম পরিচয় না পাওয়ায় রেল পুলিশকে খবর দেয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন