তীব্র শীতের মধ্যে আবারো আসছে বৃষ্টি!

হাড়কাঁপানো শীত জেঁকে বসেছে সারাদেশে, সঙ্গে ঘন কুয়াশা। এই তীব্র শীতের মধ্যে আবারো আসছে বৃষ্টি। শনিবার থেকে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। বৃষ্টি আর শৈত্যপ্রবাহে শীতের প্রকোপ বেড়েছে।

আন্তর্জাতিক আবহাওয়া সম্পর্কিত ওয়েবসাইট একু ওয়েদার জানিয়েছে, আবারো আসছে বৃষ্টি। আগামি ১০ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ২ থেকে ৪ জানুয়ারি লাগাতার বৃষ্টি হতে পারে। ফলে আরো বাড়বে শীতের তীব্রতা। অনূভুত হবে কনকনে শীত।

ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে শুক্রবার বিকেল থেকেই হালকা ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। রাজশাহী ও রংপুর বিভাগে আবারো চলছে শৈত্যপ্রবাহ। এই দুই বিভাগের বেশির ভাগ জেলার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বলে মৃদু শৈত্যপ্রবাহ। রংপুর বিভাগে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন