সিটি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর)। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। এছাড়া ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

দুই সিটির রিটার্নিং কমকর্তার দফতর সূত্র জানা গেছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) রোববার (২৯ ডিসেম্বর) মেয়র পদে একজন, সাধারণ কাউন্সিলর পদে ৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

অপরদিকে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ডিএসসিসিতে সাধারণ কাউন্সিলর পদে ৩৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে দক্ষিণ সিটিতে মেয়র পদে ৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১৮৫ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১ হাজার ২৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ ডিএনসিসিতে আতিকুল ইসলাম ও ডিএসসিসিতে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। অন্যদিকে বিএনপি ইশরাক হোসেনকে ডিএনসিসিতে এবং তাবিথ আউয়ালকে ডিএসসিসিতে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বুধবার (রাত ৮:৩৪)
  • ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com