নূর হোসেনকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির

নারায়ণগঞ্জে বহুল আলোচিত সাত খুন মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী নূর হোসেন ও তার তিন সহযোগীকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে নেয়া হয়েছে।

রোববার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানের আদালতে নূর হোসেনের উপস্থিতিতে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। দায়ের করা ৮টি মামলার অন্য আসামীরা হলেন- সেলিম, আলী মোহাম্মদ ও জামাল উদ্দিন।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ( এপিপি ) অ্যাডভোকেট জাসমিন আহমেদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

এদিন তার বিরুদ্ধে দায়ের করা ৮ টি মামলার মধ্যে ২ টি মামলার সাক্ষ্যগ্রহণ নেয়া হয়। এর আগে নূর হোসেনকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গাজীপুরের কাশিমপুর কারাগারে থেকে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়। এ কারণে আদালত পাড়ায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।

অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানার অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ  ৮টি মামলায় নূর হোসেনসহ তার তিন সহযোগীর বিরুদ্ধে ৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ নেয়া হয়েছে। পরবর্তী সাক্ষ্য আগামী ৯ ফেব্রুয়ারি গ্রহণ করা হবে

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (ভোর ৫:৪৭)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com