রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর শ্যামলীতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।

শনিবার মধ্যরাতে শ্যামলীর শিশু পার্ক ওয়ান্ডারল্যান্ডের সামনে এই ঘটনা ঘটে বলে জানান র‌্যাব-২ এর কর্মকর্তা পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী।

নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫। তার পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনাস্থলে পাওয়া দুটি জাতীয় পরিচয়পত্র মিলিয়ে দেখে নিহত ব্যক্তিকে শনাক্ত করা হবে বলে জানিয়েছে র‌্যাব। একটি জাতীয় পরিচয়পত্রে নাম লেখা রয়েছে হানিফ এবং আরেকটিতে শামীম বিশ্বাস।

মহিউদ্দিন ফারুকী বলেন, শনিবার রাতে শিশু পার্কের সামনের রাস্তায় র‌্যাব চেক পোস্ট ব্সায়। রাত ১২টার দিকে একটি অটোরিকশা থেকে চারজন নেমে র‌্যাবকে লক্ষ্য করে গুলি করতে শুরু করে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে একজন আহত হলেও অন্য তিনজন পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এই চক্রটি অটোরিকশায় করে ছিনতাইয়ে জড়িত বলে ধারণা করছে র‌্যাব।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন