পাপিয়ার মানিলন্ডারিংয়ের অনুসন্ধানে নেমেছে সিআইডি

মানিলন্ডারিংয়ে সদ্য বহিষ্কৃত যুব মহিলা লীগের নেত্রী শামীমা নূর পাপিয়ার সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিকভাবে গোয়েন্দা সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) অনুসন্ধানে নেমেছে। যাচাই-বাছাইয়ের পর যদি তার সংশ্লিষ্টতা প্রমাণিত হয়, তবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিআইডি।

সোমবার (২ মার্চ) সন্ধ্যায় সিআইডি কর্মকর্তা ডিআইজি ইমতিয়াজ আহমেদ এ কথা জানান।

ইমতিয়াজ আহমেদ জানান, পাপিয়ার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য জানতে ইতোমধ্যেই দেশি-বিদেশি বিভিন্ন সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। আগামী ৮ থেকে ১০ দিনের মধ্য সমস্ত তথ্য হাতে পাওয়া যাবে। সেসব তথ্য হাতে পাওয়ার পর মানিলন্ডারিংয়ে যদি পাপিয়ার সংশ্লিষ্টতা প্রমাণিত হয় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন