সিরিজ জয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে ১৬৯ রানের জয়ে আত্মবিশ্বাসী স্বাগতিক দল। সেই আত্মবিশ্বাস নিয়ে আজ দুপুরে সিরিজ জয়ের লড়াইয়ে মাঠে নামবে মাশরাফি বাহিনী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার এ ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডের একাদশে বেশ কিছু পরিবর্তন আনছে জিম্বাবুয়ে দল। তবে অপরিবর্তিত দল নিয়েই খেলতে নামবে বাংলাদেশ দল।

সিরিজ জয়ের সাথে সাথে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ১৫ ম্যাচ জয়ের লক্ষ্য থাকবে স্বাগতিকদের। এদিকে জয়ের মাধ্যমে সিরিজে ফেরার লক্ষ্য আফ্রিকান দলটির।

মঙ্গলবার ৭৪তম বারের মত একে অপরের মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এর আগে ৭৩ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪৫টিতে ও জিম্বাবুয়ে ২৮টিতে জয় পেয়েছে।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন