ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত

পটিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাম্প ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ঢাকার মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের আরও এক ছাত্র।

রোববার (০৮ মার্চ) দুপুরে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. শাওন (২৩) ঢাকার রূপনগরের আবুল কালাম শেখের ছেলে। আহত মো. আহাদ (২১) ঢাকার মিরপুরের মিল্কভিটা এলাকার মিজানুর রহমানের ছেলে। আহাদ ঢাকার মিরপুর পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ছাত্র।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার  বলেন, মোটরসাইকেলে করে কক্সবাজার থেকে ঢাকায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন মোটরসাইকেল চালাচ্ছিলেন। আর আহাদ সাইকেলের আরোহী ছিলেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে চমেকে নিয়ে এলে শাওনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন