রাষ্ট্রপতি ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন সন্ধ্যায়

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জাতীয় শিশু দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

পূর্বে ধারণ করা ভাষণটি বেতার এবং টেলিভিশনে সম্প্রচার করা হবে। মরণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সাম্প্রতিক প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে, কোনো রকম গণজমায়েত এড়াতে ‘মুজিববর্ষ’-এর কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করা হয়।

এ উপলক্ষে, মঙ্গলবার রাত ৮টায় দেশব্যাপী বিভিন্ন স্থানে আতশবাজি উদ্বোধনের পরপরই রাষ্ট্রপতির ধারণ করা ভাষণ সম্প্রচার করা হবে বলে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন  জানান। এ ছাড়া, সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

জয়নাল আবেদীন আরও জানান, রাষ্ট্রপতি বঙ্গভবনের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যা ছয়টায় মিলাদ মাহফিলে অংশ নেবেন।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ১:২১)
  • ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com