করোনা: বিদেশ থেকে আসা একজনের সংস্পর্শে এসে মারা যান ওই ব্যক্তি

বিশ্বে মহামারীর রূপ পাওয়া নভেল করোনাভাইরাসে বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি বিদেশ থেকে আসেননি বা এর মধ্যে বিদেশেও যাননি। তিনি বিদেশ থেকে আসা একজনের সংস্পর্শে এসেছিলেন।

তিনি বুধবার মারা গেছেন। তার মৃত্যু নিয়ে বিস্তারিত বলা হয়নি। যথাযথ প্রটোকল মেনে ভাইরাস না ছড়ানোর মতো করে তার লাশ দাফন করা হবে।

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে আরও ১৬ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৩৪১ জনের পরীক্ষা করা হয়েছে।

এ দিকে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে।

এ সব তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে বিভাগটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়া মারা যাওয়া ব্যক্তি কিডনি ও হার্ট সমস্যায় ভুগছিলেন।

তিনি বলেন, এ ছাড়া নতুন চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ বলে তিনি জানিয়েছেন।

এই অধ্যাপক বলেন, যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের ওপরে। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

‘তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অসুখ ছিল।’

হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার স্টেনটিং বা রিং পরানো হয় বলেও জানিয়েছেন সেব্রিনা।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ৭:০৩)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com