রাজবাড়ীতে যুবককে গুলি করে হত্যা

রাজবাড়ীর পাংশা উপজেলার হাটবনগ্রামে কাজল বিশ্বাস নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কাজল বিশ্বাস এলাকার বুদ্ধিশর বিশ্বসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে একদল দুর্বৃত্ত স্থানীয় কলিমহর বাজার থেকে কাজল বিশ্বাসকে ধরে নিয়ে বাড়ির অদূরে একটি আম বাগানে গুলি করে হত্যা করে। পরবর্তীতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন