বিয়েতে রাজী না হওয়ায় তরুনীর চুল কেটে দিলো বখাটে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিয়েতে রাজী না হওয়ায় তরুনীকে (১৯) মারধর, শরীরে সিগারেটের আগুনের ছ্যাকা ও চুল কেটে দিয়েছে আল আমিন (২৫) নামের এক বখাটে। শনিবার দিবাগত রাতে উপজেলার সদর পৌর সভার চামুরকান্দী গ্রামে নেক্ক্যারজনক এ ঘটনা ঘটেছে ।

জানা যায়, ওই গ্রামের ফয়েজ খন্দকারের বখাটে ছেলে আল আমিন ৬ মাস ধরে কামরানীরচর গ্রামের ওই তরুনীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু সে তাতে রাজী না হওয়া ক্ষিপ্ত ছিল আল আমিন। শনিবার সন্ধ্যায় ওই তরুনী বরপা থেকে বাড়ী ফেরার পথে কৃষ্ণপুরা গ্রামের কাছে এলে ৪/৫ জন যুবক তাকে রাস্তা থেকে তুলে আল আমিন এর বাড়ীতে নিয়ে যায় ।

সেখানে নিয়ে তাকে বিয়ে করার জন্য ওই তরুনীকে চাপাচাপি করে। এতে রাজী না হওয়ায় আল আমিন ও তার লোকজন মারধর করে চুল কেটে দেয়। এ সময় তারা ওই তরুনীর হাতে, গালে ও শরীর বিভিন্ন স্থানে সিগারেটের আগুন দিয়ে ছ্যাঁকা দেয়। এরপর তাকে মেরে ফেলোর জন্য বাড়ীর পাশে চকে নিয়ে গেলে সেখান থেকে ওই তরুনী কৌশলে পালিয়ে এসে ঘটনা তার অভিভাবকদেরকে জানায়।

এ ব্যাপারে ওই তরুনীর মা মোমেলা বেগম বাদী হয়ে রোববার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই রিপোট লেখা পর্যন্ত আসামী গ্রেফতার হয়নি।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম অভিযোগ দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন