কাশ্মীরে তুষারধস : ১ ভারতীয় সেনা নিহত, নিখোঁজ ৩

ভারতীয় কাশ্মীরে তুষারধসে চাপা পড়ে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন দুই সেনাসহ তিনজন নআরও । মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে কাশ্মীরের কুপওয়ারার তংধরে একটি সেনা শিবিরের উপর আছড়ে পড়ে তুষারধস। সেই সময় চাপা পড়ে যান বেশ কয়েকজন জওয়ান। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। চলছে উদ্ধার কাজ।

সর্বশেষ খবর অনুযায়ী এক জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তিন জন এখনও নিখোঁজ হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

ঘটনার পরই তল্লাশি শুরু করেছে সেনার উদ্ধারকারী দল। অন্যদিকে, বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরেও এদিন আছড়ে পড়ে তুষারধস। সেখানেও বেশ কয়েকজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ৩০ নভেম্বর টহলদারির জন্য উত্তর সিয়াচেনে মোতায়েন ছিল আট জনের একটি দল। দুপুর তিনটে নাগাদ আচমকাই বিশাল তুষারধস নামে। তাতে সবাই চাপা পড়েন। খবর পেয়ে সেনার অন্য একটি দল কিছুক্ষণ পরেই যুদ্ধকালীন পরিস্থিতিতে তল্লাশি অভিযান শুরু করে।

ঘটনাস্থল চিহ্নিত করার পর শুরু হয় পুরু বরফের স্তর সরিয়ে তাঁদের উদ্ধারকাজ। উদ্ধারের পরে হেলিকপ্টারে করে স্থানীয় সেনা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ৬ জন মারা যান।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • রবিবার (রাত ১০:৫১)
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com