মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৫৮ শরণার্থীর মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়া উপকূলে আটলান্টিক মহাসাগরে শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে নারী ও শিশু ছিল।

তবে নৌকা ডুবে যাওয়ার পর ৮৩ জন শরণার্থী তীরে আসতে সক্ষম হয়েছে।  গতকাল বুধবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ১৫০ জন বহনকারী ওই নৌকাটি মৌরিতানিয়ায় যাওয়ার সময় জ্বালানি কম ছিল। অভিবাসনের জন্য আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, উত্তরাঞ্চলীয় শহর নৌয়াধিবউ মৌরিতানিয়া কর্তৃপক্ষ বেঁচে যাওয়া শরণার্থীদের সহায়তা করছে। দুর্ঘটনায় আহতদের নৌয়াধিবউ শহরের হাসপাতালে নেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া লোকজন জানিয়েছেন, নারী এবং শিশুসহ শরণার্থী বোঝাই ওই নৌকাটি গত ২৭ নভেম্বর গাম্বিয়া থেকে রওনা করেছিল।

তবে গাম্বিয়া কর্তৃপক্ষের তরফ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে গাম্বিয়ার ৩৫ হাজারের বেশি নাগরিক ইউরোপে পাড়ি দিয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বুধবার (সকাল ১১:৪১)
  • ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com