গ্রীস দূতাবাসে বিজয় দিবস উদযাপিত

গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক বড় শক্তি হচ্ছে মানুষের প্রতি ভালোবাসা। তার প্রতি শ্রদ্ধা রেখে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে হবে, আমাদের উচিত ভালো কথার সাথে ভালো কাজের সম্পৃক্ততা সৃষ্টি করা।

সোমবার বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, গ্রীসে অবস্থানরত বাংলাদেশিদের অনেক কিছু শেখার সুযোগ রয়েছে যেমন ইতিহাস, সংস্কৃতি, দর্শন, রাজনীতি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এসময় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত, নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে ছিল বিজয় ফুল প্রতিযোগিতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান ও আলোচনা সভা।

বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীস এর সাবেক সভাপতি গোলাম মাওলা বলেন, রাষ্ট্রদূত তার কাজের স্বীকৃতি স্বরূপ জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে জাতীয়ভাবে পুরস্কৃত হয়েছেন। গ্রীস প্রবাসী বাংলাদেশিরা তাকে প্রবাস বন্ধু হিসেবে গ্রহণ করেছে এবং স্বীকৃতি প্রদান করেছে এটি তার প্রতি আমাদের ভালবাসা।

দূতাবাসের প্রথম সচিব লেখক সুজন দেবনাথ এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ খালেদ, কাউন্সিলর ডক্টর সৈয়দা ফরহানা নুর চৌধুরী, গ্রীস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন লিয়াকত, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, মুক্তিযুদ্ধা শফিউল্লাহ, হোসাইন কবির, গ্রীস আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক বাচ্চু বেপারী, যুগ্ম আহ্বায়ক আবিদ হানজালা, সহ-সভাপতি সামাদ মাতুব্বর, নান্নু খালাসী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন হোসাইন মাস্টার, আলমগীর হুসাইন ফারুক, দাদন মৃধা, আব্দুর রহিম মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রফিক হাওলাদার, মহিলা সম্পাদক মৌসুমী পারভীন, দোয়েল একাডেমির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, সহ-সভাপতি সোহরাব হুসাইন ইসমাইল, বাংলা গ্রীক এডুকেশন সেন্টারে সভাপতি আব্দুস সালাম শেখ, সাধারণ সম্পাদক কামাল রহমান, গ্রীস যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান, যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন প্রধান, সদস্য শেখ শাহিনা আক্তার, হাসিনা আক্তার লিলি, শেখ রাসেল পরিষদ এর সভাপতি এস রফিকুল ইসলাম নান্টু, গ্রীস ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুমিন খান, ছাত্রলীগ নেতা সজিব বেপারী, সজীব মাতব্বর, এথেন্স মহানগর যুবলীগের আহ্বায়ক সাকের আহমদ, যুবলীগ নেতা জুয়েল আহমদ, নতুন প্রজন্মের পক্ষে বক্তব্য রাখেন ইসরাদ, নারীদের পক্ষে বক্তব্য রাখেন সুরাইয়া আক্তার মিলি।

ইউরো বাংলা প্রেসক্লাব সভাপতি তাইজুল ইসলাম ফয়েজ, সহ-সভাপতি ইলিয়াস আহমদ, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বিএসসি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মুছাম্মদ নুরুন্নাহার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রদীপ কুমার সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক আফসার হৃদয়, অর্থ সম্পাদক রাজিব আহমেদ, দপ্তর সম্পাদক মাহবুবুল আলম, নির্বাহী সদস্য আব্দুল কুদ্দুস ইকবাল হোসেন, এমদাদ হোসেন চৌধুরী, জালালাবাদ এসোসিয়েশন ইন গ্রীস শাখার উপদেষ্টা সদস্য নজরুল ইসলাম, সদস্য সুকুর আলি, জাবের আহমদ, ফয়সাল খান, গিয়াস উদ্দিন, আব্দুল কুদ্দুস, লোকমান উদ্দিন প্রমূখ

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • বৃহস্পতিবার (দুপুর ২:১৬)
  • ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com