করোনা আতঙ্কে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

করোনার প্রকোপ থেকে বাঁচতে এবার জরুরি অবস্থা জারি করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। এখন পর্যন্ত নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ১৩ থেকে বেড়ে হয়েছে ৮৯ জন। নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো শনিবার (৭ মার্চ) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ জরুরি অবস্থা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে এন্ড্রু কুমো বলেন, করোনা ইস্যুতে পরিস্থিতির অবনতি হলে বিভিন্ন ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়াও এদিন নিউইয়র্কে করোনার পরিস্থিতির সর্বশেষ তথ্যও তুলে ধরেন তিনি।

কুমো জানান, শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৪৪ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৭৬ জনে। এর মধ্যে ১১ জনই নিউইয়র্কের বাসিন্দা। এছাড়াও সব মিলিয়ে ওয়েস্টার্ন কাউন্টিতে ৫৭ জন, নাসাউ কাউন্টিতে ৪ জন, রকল্যান্ড কাউন্টিতে ২ জন ও সারাতোগা কাউন্টিতে ২ জন করোনা আক্রান্ত রোগী আছেন।

গভর্নর ক্রুমো একটি সংবাদ সম্মেলনে বলেন, করোনা রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া জরুরী, যা আমাদের এখনই প্রয়োজন।

মার্কিন যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও বেশি রাজ্যে এখন করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। শনিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য ওয়াশিংটনে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে আমেরিকায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (রাত ২:১৬)
  • ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com