গুয়েতেমালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১০০

সামুদ্রিক ঝড় ‘ইতা’র প্রভাবে সৃষ্ট বর্ষণ ও ভূমিধসে মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালায় নিহতের সংখ্যা বেড়ে একশ’ জনে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যা ১৫০ হবে বলে ধারণা করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

বিবিসিসহ বেশ কটি আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ভূমিধসের পর এখনও অনেকের সন্ধান মিলছে না। এর আগে শুক্রবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে নিহতের সংখ্যা ৫০ জন বলা হয়েছিল।

গুয়েতেমালার প্রেসিডেন্ট আলেজান্দ্রো জিয়াম্মাত্তি বলেছেন, মারা যাওয়াদের অর্ধেকই একটি শহরের, যেখানে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়া অন্তত ২০টি বাড়ি কাদা মাটির নিচে চাপা পড়েছে।

খারাপ আবহাওয়ার পাশাপাশি বন্যায় উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। অভিযান পরিচালনায় পর্যাপ্ত সরঞ্জামাদির সংকটের কথা জানিয়ে তিনি আরো বলেন, মাত্র একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে।

এর আগে মঙ্গলবার হারিকেনের শক্তি নিয়ে পার্শ্ববর্তী নিকারাগুয়ায় আঘাত হাতে ‘ইতা’। পরে ঝড়টি শক্তি হারিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে গুয়েতেমালায় এগিয়ে যায়।

ঝড়ের পর এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট আলেজান্দ্রো বলেন, অর্ধেক দিনেরও কম সময়ে পুরো মাসের বৃষ্টিপাত হয়েছে। তীব্র বর্ষণের কারণে উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত শহর স্যান ক্রিস্টোবাল ভেরাপাজসহ অন্যান্য এলাকায় পৌঁছাতে পারছেন না। যে কারণে এ মুহূর্তে পায়ে হেঁটে যাওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই।

ঘণ্টায় ১৪০ মাইল বাতাসের বেগে ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি নিয়ে ‘ইতা’ প্রথমে নিকারাগুয়ায় আঘাত হানে। পরে মৌসুমি ঝড়ে রূপ নিয়ে পার্শ্ববর্তী হন্ডুরাস ও সবশেষ গুয়েতেমালায় আঘাত হানে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • মঙ্গলবার (সন্ধ্যা ৭:৩৯)
  • ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com