কাল শ্রীলংকায় প্রেসিডেন্ট নির্বাচন, লড়বেন তিন প্রার্থী

আগামীকাল বুধবার শ্রীলংকার প্রেসিডেন্ট পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ নির্বাচনের আগের দিন প্রেসিডেন্ট পদে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশটির বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। এ পদের জন্য পার্লামেন্ট সদস্য ও সাবেক মন্ত্রী দুল্লাস আলাহাপ্পেরুমাকে সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এর আগে শ্রীলংকা পার্লামেন্টের সেক্রেটারি জেনারেল ধামিকা দাশানায়েক সদস্যদের কাছ থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন আহ্বান করেন। আজ রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে পার্লামেন্টে শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে প্রেমাদাসা জানান রাষ্ট্রপতি পদে না লড়ার সিদ্ধান্তের কথা।

ফলে শ্রীলংকার রাষ্ট্রপতি নির্বাচনে থাকলেন তিনজন প্রার্থী। ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) থেকে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে এবং প্রবীণ সাংবাদিক ও এসএলপিপির স্বতন্ত্র সদস্য দুল্লাস আলাহাপ্পেরুমার মধ্যে নির্বাচনের আসল লড়াই হতে পারে। তাদের সঙ্গে আরেক প্রার্থী হলেন- ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতা অনুরা কুমারা দিশানায়েক। কলম্বো গেজেট


প্রার্থীতা প্রত্যাহার নিয়ে প্রেমাদাসা সামাজিক মাধ্যম একটি টুইটও করেছেন। টুইটারে পোস্টে তিনি লেখেন, আমার দেশের বৃহত্তর মঙ্গলের জন্য, যাকে (দেশ) আমি ভালবাসি এবং জনগণের কল্যাণের জন্য আমার রাষ্ট্রপতি পদের প্রার্থিতা প্রত্যাহার করছি। আমার দল সমগি জন বলবেগয়ার (এসজেবি) এবং আমাদের জোট এবং আমাদের বিরোধী অংশীদাররা দুল্লাস আলাহাপেরুমাকে বিজয়ী করার জন্য কঠোর পরিশ্রম করবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন