কলেজে ভর্তিতে ঘণ্টায় ১৪,৫০৬ আবেদন

একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম দুই দিনে ব্যাপক সাড়া মিলেছে। গত বৃহস্পতিবার রাত থেকে শুরুর পর শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ৩৯ ঘণ্টায় অনলাইনে ভর্তির আবেদন করেছে ৫ লাখ ৬৫ হাজারের বেশি শিক্ষার্থী‌। অর্থাৎ প্রতি ঘণ্টায় প্রায় ১৪ হাজার ৫০৬ জন শিক্ষার্থী আবেদন করছেন।

প্রথম থেকে ভর্তিতে ব্যাপক সাড়া পাওয়ার কারণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার ঢাকাপোস্টকে জানান, অভিভাবক, ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা প্রথমদিকে আবেদন করে ফেলে। ‌ প্রতিবছর প্রথম এক সপ্তাহ ৮০ তাংশের বেশি ভর্তি আবেদন পড়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না।

তিনি জানান, আগামী তিনদিনে আরও ৬-৭ লাখ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারে।

ঢাকা শিক্ষা বোর্ডের তথ্যমতে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে একদশে ভর্তির আবেদন শুরু হয়। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৫ লাখ ৬৫ হাজার ৭৫৩ জন আবেদন করেছেন। তারা মোট ৩০ লাখ ৭৮ হাজারের বেশি আসন পছন্দ দিয়েছেন। প্রতিজন শিক্ষার্থী ৫টি থেকে ১০টি কলেজে আসন পছন্দ দিতে পারছেন।

এবারও তিন দফা আবেদন কার্যক্রম চলবে। ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর। নীতিমালায় গত বছরের মতো এবারও আবেদন ফি ১৫০ টাকা করা হয়েছে। পাশাপাশি রেজিস্ট্রেশন ফি করা হয়েছে ৩৩৫ টাকা। আগামী ২০ আগস্ট পর্যন্ত প্রথম ধাপের আবেদন চলবে।

আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার একাদশে ভর্তিতে মোট আসন আছে ২৬ লাখের বেশি। আর এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১৬ লাখ ৪১ হাজার ১৪০ জন। সে হিসেবে একাদশে ভর্তিতে আসন সংকট হবে না। তবে কাঙ্ক্ষিত কলেজে চান্স পাওয়া নিয়ে ভাবতে হবে শিক্ষার্থীদের।

শিক্ষা মন্ত্রণালয় ও মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য ৭ শতাংশ বাদে কলেজের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে ও এসব আসনে ভর্তির জন্য মেধার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচন করা হবে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (ভোর ৫:৫১)
  • ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
  • ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com