ডেঙ্গুতে এক দিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ৯৫৬

দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫৬ জন। এর মধ্যে ২০৬ জন ঢাকায় এবং ঢাকার বাইরে ৭৫০ জন। নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ২৪৫ জন।

এর মধ্যে ঢাকায় ১ হাজার ৩৪৫ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩ হাজার ৯০০ জন।
আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, নভেম্বরের ১৭ দিনে ডেঙ্গু আত্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮৭৫ জন।

এর মৃত্যু হয়েছে ১৯১ জনের। হাসপাতালে নতুন ভর্তি রোগীর ৭৮ দশমিক ৭ শতাংশ ঢাকার বাইরে বিভিন্ন জেলার। ২১ দশমিক ৩০ শতাংশ ঢাকা মহানগরের। এ নিয়ে চলতি বছরে ২ লাখ ৯৯ হাজার ৫০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এদের মধ্যে মৃত্যু এক হাজার ৫৩৯ জনের। চলতি বছরে হাসপাতালে ভর্তি ৫৬৪ জন রোগীর মধ্যে এক জন মারা গেছেন।
মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, আগস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। ১৭ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ২৭ হাজার ৮৭৫ জন রোগী।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের।

নভেম্বরের প্রথম ১৭ দিনে মৃত্যু হয়েছে ১৯১ জনের।

 

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • শনিবার (সকাল ১১:৪৪)
  • ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com