সৌদি আরবে পিকআপ উল্টে ৪ প্রবাসী নিহত

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়ি উল্টে চার প্রবাসী নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে।

সৌদি গণমাধ্যম আল মারসদ জানিয়েছে, তাবুক শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে মরুভূমির রাস্তায় শনিবার শ্রমিকদের বহনকারী পিকআপ উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতরা গাড়ির পেছনে চড়ে সৌদি বন্দর শহর জেদ্দা থেকে ফিরছিলেন। কারণ তাঁদের সংখ্যা বেশি ছিল।

দুর্ঘটনার পর রেড ক্রিসেন্ট দল এবং মেডিক্যাল ইভাকুয়েশন হেলিকপ্টারগুলো ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ঘটনাস্থলে পৌঁছয়।
দুর্ঘটনার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়।

সাম্প্রতিক মাসগুলোতে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার মধ্যেই সৌদি আরবে একাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে। এই মাসের শুরুতে দেশটিতে দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত এবং ২২ জন আহত হয়।

জানুয়ারিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুহাইল গভর্নরেটে গাড়ির সংঘর্ষে চার যুবক নিহত এবং তিনজন আহত হয়। নভেম্বরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তিনটি গাড়ির সংঘর্ষে আটজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়। সেপ্টেম্বরে উত্তর-পশ্চিমাঞ্চলের আল ওয়াজ উপকূলীয় গভর্নরেটে একটি বাস উল্টে চারজন নিহত এবং সাতজন আহত হয়।
সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২২ সালে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রায় চার হাজার ৫৫৫ জন মারা গেছে।

সৌদি পরিসংখ্যান কর্তৃপক্ষ জানিয়েছে, বছরটিতে ১৬ হাজার ৯৬২টি গুরুতর সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ৬.৮ শতাংশ কম।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যানেল সাবস্ক্রাইব করুন

আজকের দিন-তারিখ
  • রবিবার (ভোর ৫:২৮)
  • ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি
  • ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com