পটুয়াখালীর গলাচিপায় ছাত্রলীগের সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে উপজেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদার।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. হাসান সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- এসএম শাহজাদা এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইয়াজ আল রিয়াদ, মাজহারুল ইসলাম মিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আল ইমরান, সাংগঠনিক সম্পাদক মামুন বিন সাত্তার।

এতে প্রধান বক্তা ছিলেন- পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক মো. ইকবাল হোসেন ভূঁইয়া।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ আসিফ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পরে উপজেলা অফিসার্স ক্লাবে বিকাল ৩টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন