আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে শিক্ষা দিয়েছেন শেখ হাসিনা সেই পথ অনুসরণ করতে বলেছেন। একজন রাজনীতিকের মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া আর কিছুই পাওয়ার নেই। শেখ হাসিনার চেয়ে সৎ রাজনীতিক পঁচাত্তরের পর আর একজনের নামও কেউ বলতে পারবেন না। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আওয়ামী লীগের সম্মেলনে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, কেন অনিয়ম করবেন? কেন দুর্নীতি করবেন? কেন টেন্ডারবাজি করবেন? কেন চাঁদাবাজি করবেন? বঙ্গবন্ধু পরিবার এ দেশে সততার রাজনীতির প্রতীক। এ পরিবার থেকে শিক্ষা নিন। তিনি আরও বলেন, রাজনীতি কেনাবেচার পণ্য নয়। রাজনীতি নিজের ভাগ্য গড়ার হাতিয়ার নয়। শেখ হাসিনা আমাদের এমন শিক্ষাই দিয়েছেন। রাজনীতি জনগণের ভাগ্য গড়ার হাতিয়ার। ওবায়দুল কাদের বলেন, আমাদের নেত্রী যে শুদ্ধি অভিযানের সূচনা করেছেন এ শুদ্ধি অভিযান সফল করতে হবে। সিটি করপোরেশন নির্বাচন আর বেশি দূরে নয়। এ সম্মেলন থেকে প্রস্তুতি নিতে হবে। সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হওয়ার শপথ নিতে হবে।
আপডেট টাইম : রবিবার, ডিসেম্বর ১, ২০১৯, ১৩৯ বার পঠিত

Please follow and like us: