তিউনেশিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৪

তিউনেশিয়ায় পর্যটকবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১৮ জন।

রোববার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

তিউনেশিয়ার উত্তরাঞ্চলের পাহাড়ি রাস্তায় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পর্যটকবাহী বাসটি পাহাড়ের খাদে পড়ে যায়।

দেশটির স্বাস্থ্য অধিদফতর থেকে প্রকাশিত এক বরাতে জানানো হয়, পর্যটকবাহী বাসটির মালিকানা একটি বেসরকারি সংস্থার। পাহাড়ের ঢালু উপত্যকায় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমে ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত বাসটির বেশ কিছু ছবি প্রকাশ করেছে। যেখানে উপর থেকে পড়ে লন্ডভন্ড হয়ে যাওয়া বাসটির বেশ কিছু ছবি দেখা যায়।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ লাহুয়েন এএফপি’কে দেওয়া এক সাক্ষাতে বলেন, গাড়িটি রাজধানী তিউনিস থেকে দাহরাম নামক একটি জনপ্রিয় টুরিস্ট গন্তব্যের দিকে যাচ্ছিল। বাসটিতে ৪৩ জন যাত্রী ছিল।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন