ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গুলি করে হত্যা

ফেসবুকে আনফ্রেন্ড করায় বোনকে গুলি করে হত্যা করলেন ভাই। মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কাতে এই ঘটনা ঘটেছে। গত ২৮ নভেম্বর, থ্যাঙ্কস গিভিংস ডে’র দিনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

বাবার বাড়িতে সন্তানকে নিয়ে গিয়েছিলেন আমান্ডা ওয়েন। যাওয়ার পর, বড় ভাই মোসে টনি ক্রোর সঙ্গে ঝগড়া শুরু হয় তার সঙ্গে। কারণ, কিছুদিন আগে ফেসবুকে ভাই টনিকে আনফ্রেন্ড করেন আমান্ডা।

এ নিয়ে, ঝগড়া যখন চরমে তখনই পকেট থেকে বন্দুক বের করে বোনকে গুলি করেন টনি। এসময়, আমান্ডার কোলে তার সন্তান ছিল। সন্তানসহ মাটিতে লুটিয়ে পড়েন আমান্ডা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে, পুলিশ টনিকে গ্রেফতার করে।

মোসের পরিবারের দাবি, গুলি ভুল করে চলে গেছে। টনি তার পরিবারকে খুবই ভালোবাসতো।

এদিকে, পুলিশ বলছে ফেসবুকে আনফ্রেন্ড করার জন্যই টনি গুলি চালিয়েছেন বলে পরিবারেরই এক সদস্য জানিয়েছেন।

পরে, আদালতে তোলা হলে টনি দাবি করেন, বন্দুক পরিষ্কার করতে গিয়ে ভুল করে গুলি চলেছে। টনিকে বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয়া হয়েছে।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন