র্যাবের জালে ইয়াবা ব্যবসায়ী

সবার চোখ ফাঁকি দিয়ে উপকূলীয় জেলা কক্সবাজার থেকে রাজধানীর ওয়ারী পর্যন্ত আসলেও শেষ রক্ষা হয়নি। র‌্যাবের জালে ধরা পড়েছে ৩ হাজার ইয়াবাসহ খোকন বড়ুয়া (২৩) নামে এক মাদক কারবারি।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ওয়ারী থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৩। র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফাইজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগেই সংবাদ ছিল ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে সৌদিয়া পরিবহনের (চট্ট মেট্রো-ব-১১-১০৬০) বাসে ঢাকার পথে রয়েছে এক মাদক ব্যবসায়ী। এ তথ্যে স্বামীবাগ মোড়ে চেকপোস্ট স্থাপন করে ভোরে বাসটি থামিয়ে সন্দেহভাজন খোকনকে গ্রেফতার করা হয়। তাকে থামিয়ে তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি জানায়, দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে ইয়াবা এনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতো।

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published.

চ্যানেল সাবস্ক্রাইব করুন